ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানববন্ধন করছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির নেতারা

ঢাকা: সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির নেতারা।

সোমরবার (৪ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়জুল রহমান।

বক্তারা বলেন, প্রাইমারি নয়, মাদরাসা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২০১৮ সালে সরকার ঘোষিত দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, মহাসচিব কাজী মোখলেসুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, এফ এম আবদুল কুদ্দুস, আবু মুসা ভূঁইয়া, ইনতাজ বিন হাকিম, এ বি এম নাজিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।