ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি প্রেসক্লাবের সভাপতি সোহাগ, সম্পাদক তিমির

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ইবি প্রেসক্লাবের সভাপতি সোহাগ, সম্পাদক তিমির সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমির

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেসক্লাবের সভাপতি হিসেবে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফেরদাউসুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহাদাত তিমির নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে আসিফ খান (দৈনিক জনকন্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সরকার মাসুম (দৈনিক যুগান্তর), দফতর সম্পাদক পদে এ আর রাশেদ (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ পদে তারিকুল ইসলাম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), প্রচার সম্পাদক পদে আহসান নাইম (বিডিমর্নিং), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে রুমী নোমান (প্রথম আলো), ক্রীড়া সম্পাদক পদে আবু হুরাইরা (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট) মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র প্রেস কর্নারে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার একে আজাদ লাভলু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের কর্মকর্তা কানন আজিজ।  

জানা গেছে, সকাল ১১টার দিকে প্রেস কর্নারে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান।

ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা প্রেস কর্নারে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসময় উপাচার্য প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।  

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদে মনোনীতরা বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।