ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববির সার্ভার রুমে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
ববির সার্ভার রুমে অগ্নিকাণ্ড

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ওই রুমে থাকা বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পাঁচতলার তালাবদ্ধ সার্ভার রুমটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে কর্মচারীরা।

এই বিষয়টি তারা শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তাদের অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু এর আগেই সার্ভার রুমের যন্ত্রপাতি পুড়ে যায়।

 

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস বাংলানিউজকে জানান, তাদের তিনটি ইউনিটন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু এর আগেই সার্ভার রুমের বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

বাংলা‌দেশ সময় ০৩০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।