ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪০তম বিসিএস: প্রিলিমিনারি টেস্ট ৩ মে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
৪০তম বিসিএস: প্রিলিমিনারি টেস্ট ৩ মে সরকারি কর্মকমিশন

ঢাকা: ৪০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ৩ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন জানানা, ওই দিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।
 
পরীক্ষার হল, আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দশনাবলী সংবাদপত্র ও কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।


 
এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পরে নিয়োগ দিতে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
 
৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।