ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উদ্বোধনী ম্যাচে ফেনী ইউনিভার্সিটির প্রতিপক্ষ আইইউবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
উদ্বোধনী ম্যাচে ফেনী ইউনিভার্সিটির প্রতিপক্ষ আইইউবি ফেনী ইউনিভার্সিটির দল। ছবি: বাংলানিউজ

ফেনী: আগামী রোববার (৩১ মার্চ) মাঠে গড়াচ্ছে উইংস উইনি ফুটসাল সিজন-২।

উদ্বোধনী ম্যাচে ফেনী ইউনিভার্সিটির প্রতিপক্ষ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।

টুর্নামেন্টে অংশ নিতে শনিবার (৩০ মার্চ) সকালে ঢাকার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন ফেনী ইউনিভার্সিটি দল।

দলের ম্যানেজার মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়েরের নেতৃত্বে ১০ জন খেলোয়াড় রয়েছেন ফেনী ইউনিভার্সিটির দলে।

দলের কোচের দায়িত্ব পালন করছেন ফখরুল হাসান কামরান। এছাড়া সহকারী ম্যানেজার হিসেবে আছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজ ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহিদুল হক। এছাড়া ফেনী ইউনিভার্সিটি দলের স্পন্সর হিসেবে রয়েছে ‘এনসিসি ব্যাংক’।

‘এফ’ গ্রুপে সোমবার (১ এপ্রিল) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও বুধবার (২ মার্চ) ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মুখোমুখি হবে ফেনী ইউনিভার্সিটি। ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে দুপুর ১২টা ও সকাল ৯টায়।

রোববার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রতিদিন ১৬টি করে গ্রুপ পর্বের মোট তিনদিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১৬টি দল উঠবে শেষ ষোলোতে। ৩ এপ্রিল নকআউট পর্বের ভিত্তিতে আটটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ৪ এপ্রিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দেশের ৩২টি পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।