ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব‌বি ভি‌সির পদত্যাগ দাবিতে গণঅনশনে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
ব‌বি ভি‌সির পদত্যাগ দাবিতে গণঅনশনে শিক্ষার্থীরা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের (ভি‌সি) পদত্যাগ দাবিতে গণঅনশন করছেন শিক্ষার্থীরা।

টানা ১১তম দিনের আন্দোলনে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ব‌বিদ্যালয়ের প্রশাস‌নিক ভবনের নিচতলায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতোদিন তাদের দাবি অনুযায়ী ভি‌সি পদত্যাগ না করবেন, ততোদিন তারা এ  আন্দোলন চা‌লিয়ে যাবেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বা‌ধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্র‌তিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এ কটূক্তির প্র‌তিবাদ ও প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ ভি‌সি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তার পদত্যাগ দাবির একদফা আন্দোলন শুরু করেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।