ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চলছে বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
ববির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চলছে বৈঠক বক্তব্য রাখছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ছবি: বাংলানিউজ

বরিশাল: টানা ১১ দিনের আন্দোলনের মুখে উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ হলরুমে শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বৈঠক চলছে।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, অনেক চেষ্টার পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলবাসীর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। আমরা কখনই চাইবো না আমাদের এ বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করুক। সার্বিক দিক বিবেচনা করে দ্রুত আমরা সব সমস্যার সমাধান করে ববিকে আবারও সচল করবো।

বৈঠকে আরও উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারেফ হোসেন, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

এদিকে সভাস্থলের বাইরে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯

এমএস/এসএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।