ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবি পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
আইইউবি পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত আইইউবি ক্যাম্পাসে জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ। 

ঢাকা: ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ক্যাম্পাস পরিদর্শন করেছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ। 

বৃহস্পতিবার (৩০ মে) আইইউবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৯ মে) আইইউবি ক্যাম্পাস পরিদর্শনে এসে প্রথমে রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ বিশ্ববিদ্যয়য়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মিলান পাগনের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ‘ব্রডকাস্ট জার্নালিজম (টিভি) ল্যাব’ এবং ‘অডিও ভিজুয়াল পোস্ট প্রোডাকশন ল্যাব’ পরিদর্শন করেন। এ সময় তিনি ‘ব্রডকাস্ট জার্নালিজম (টিভি) ল্যাবে’র শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন বিভাগের প্রধান, অধ্যাপক জাকির হোসেন রাজু।

এ সময় রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ বলেন, বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা জার্মানির সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর মাধ্যমে দুই দেশের যোগাযোগ স্থাপনে তা করা সম্ভব।
এছাড়া জার্মান রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আইইউবি ও জার্মান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।