ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটির ৬৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
আইইউবিএটির ৬৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে আইইউবিএটির ৬৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

ঢাকা: বিপুল আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস আগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৬৯তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা।

অনুষ্ঠানে সদ্য স্নাতক হওয়া ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় তুরাগ নদের তীরে পার্ক ও লেক সম্বলিত দৃষ্টিনন্দন ক্যাম্পাসে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম রবিউল ইসলাম।

 

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, কৃষি অনুষদের ডিন ড. মো. শহীদুল্লাহ মিয়া, রেজিস্ট্রার অধ্যাপক  মো. লুৎফর , আইইউবিএটির প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন এবং  অ্যালামনাই, এসিআই লজিস্টিক লিমিটেডের হেড অব এইচআর শাহ মো.  রিজভী রনি। এছাড়াও পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য দেন ৬৮তম ব্যাচের শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উল্লেখ করে বলেন, আপনারা যেখানেই যান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির দায়িত্ব পালন করবেন।

বিদায়ী শিক্ষার্থীদেরকে তিনি শিক্ষার সমাপ্তি না করে কর্মজীবনের পাশাপাশি উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।

তিনি বিদায়ী শিক্ষার্থীদেরকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত থাকার জন্য পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত ছাত্র শিক্ষক কর্মকর্তারা এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি আইইউবিটির প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিস পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।