ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির নতুন প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
নোবিপ্রবির নতুন প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে যোগদান করেছেন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রোকনুজ্জামান সিদ্দীকি পদত্যাগপত্র জমা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার উল আলম বিকেলে অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মমিনুল হক নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমাকে অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে এবং আজ থেকে আমার এ দায়িত্ব কার্যকর হবে।

তিনি আরও বলেন, আমি যেন শিক্ষার্থীবান্ধব এবং সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারি সেজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এর আগেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।