ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ৪১ ব্যাচের র‌্যাগের রাজা-রানী নির্বাচন ৫ জুলাই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
জাবি ৪১ ব্যাচের র‌্যাগের রাজা-রানী নির্বাচন ৫ জুলাই বাঁ থেকে সিয়াম চৌধুরী শাওন, শ্যামা ভট্টাচার্য, ইফফাত জাহান খান নোভা ও আরমান খান। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ-৪১) রাজা-রানী নির্বাচন আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে।

নির্বাচনে রাজা ও রানী পদে দুইজন করে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২৬ জুন) র‌্যাগ-৪১ এর প্রধান নির্বাচন কমিশনার দীপঙ্কর দাস বাংলানিউজকে বলেন, আগামী শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

ভোটগণনা শেষে সেদিনই ফল প্রকাশ করা হবে।

নির্বাচনে রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরমান খান যুব ও প্রত্নতত্ত্ব বিভাগের সিয়াম চৌধুরী শাওন। রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংরেজি বিভাগের ইফফাত জাহান খান নোভা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য।

এর আগে র‌্যাগ-৪১ এর বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক আব্দুর রহিম জুয়েল ও কোষাধ্যক্ষ নাঈমুল হাসান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।