ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা ছাত্রলীগের পদবঞ্চিতরা অনশন ভেঙেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে চার দফা দাবিতে ছাত্রলীগের পদবঞ্চিতরা অনশন ভেঙেছেন।

সোমবার (০১ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ওবায়দুল কাদেরের পক্ষে এ অনশন ভাঙান। এসময় তিনি তাদের জুস পান করান।

অনশন ভাঙার পর আন্দোলনকারীদের নিয়ে তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর চার দফা দাবিতে দীর্ঘ এক মাস অবস্থান কর্মসূচি পালন করার পর আমরণ অনশন কর্মসূচিতে যান তারা।

আন্দোলনরতদের দাবিগুলো হলো- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূন্য করা হয়েছে তাদের নামপদসহ প্রকাশ করা, বিতর্কিতদের অব্যহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন  এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।