ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রীতি ক্রিকেট ম্যাচে ডাকসুকে হারিয়ে চ্যাম্পিয়ন ডুজা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
প্রীতি ক্রিকেট ম্যাচে ডাকসুকে হারিয়ে চ্যাম্পিয়ন ডুজা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

 

খেলায় ডাকসুর পক্ষে অধিনায়কত্ব করেন ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর আর সাংবাদিক সমিতির পক্ষে সভাপতি রায়হানুল ইসলাম আবির।

এদিন টস জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ডুজা একাদশের অধিনায়ক আবির। বৃষ্টির কারণে ১৫ ওভারে খেলা হবে বলে ঠিক করা হয়। ইনিংস ওপেন করতে নামেন ডুজার আবির ও মাহদি। এর মধ্যে শূন্য রানে মাহদি আউট হয়ে গেলেও টিকে থেকে দুই ছক্কার সাহায্যে ২৩ রান করেন অধিনায়ক আবির। ডুজার উইকেটরক্ষক সোহান ৫০ রানে অপরাজিত থাকেন। উইকেটে নেমে চার ছক্কার ফুলঝুরি ছড়ান ডুজার ব্যাটসম্যান আব্দুল্লাহ আল জুবায়ের। ডাকসুর বোলার রাব্বানীর এক ওভারেই পাঁচ ছক্কা হাঁকান তিনি। ১৫ বল খেলে ৬৫ রান করে তিনি অপরাজিত থাকেন। ফলে ১৫ ওভারে ডাকসু একাদশের লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার গোলাম রাব্বানী (শূন্য রান) ও শোভন (তিন রান) আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে ডাকসু একাদশ। পরে ওয়ান ডাউনে সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেনর ব্যাটে ভালোই জবাব দিতে থাকে। দু’জনের মধ্যে গড়ে ওঠে দারুণ জুটি। পরে জোবায়েরের বলে সনজিত চন্দ্র দাস সর্বোচ্চ ২৭ রান, সাদ্দাম হোসেন ২২ করে আউট হলে ডাকসুর রানের গতি কমে যায়। পরবর্তীতে ডাকসুর ব্যাটসম্যানরা মেরে খেলতে গিয়ে আউট হয়ে যান। ডাকসু একাদশ ১৪ ওভার শেষে ১৩৩ রানে অলআউট হলে ২৭ রানে জয়লাভ করে ডুজা একাদশ। সর্বোচ্চ ৫ উইকেট নেন ডুজার অধিনায়ক।

খেলায় ৬৫ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডুজা একাদশের আব্দুল্লাহ আল জোবায়ের।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।