ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির নতুন ক্যাম্পাসের জমি অধিগ্রহণে চেক হস্তান্তর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
জবির নতুন ক্যাম্পাসের জমি অধিগ্রহণে চেক হস্তান্তর

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৯০০ কো‌টি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দফতরের পরিচালক সলিম খান উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক সে‌লিম ভূঁইয়ার কাছে ৮৯৯ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

 

চেক হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দফতরের পরিচালক কাজী নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।