ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির হলে আবাসন সমস্যা সমাধানের দাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
জাবির হলে আবাসন সমস্যা সমাধানের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।

ছাত্রীদের দাবি, বারবার আশ্বাস দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

মঙ্গলবার (০৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের ৪৭তম আবর্তনের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের ছাত্রী আফসিন সুলতানা এ্যামি বলেন, ‘বারবার মিথ্যা আশ্বাস দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসন সঙ্কট নিরসনে সেরকম কোনো উদ্যোগ নেয়নি। প্রাধ্যক্ষ ও উপাচার্য বরাবর আবেদন করেছি তারপরও এ ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যেগ আমরা দেখছি না। আসন সমস্যা থাকার পরেও ৬২৮ আসনের বিপরীতে ৯৯০ জনকে বরাদ্দ দিয়ে সমস্যাকে প্রকট করে তোলা হয়েছে। ’

মানববন্ধনে আবাসন সঙ্কট নিরসনে কর্তৃপক্ষের লিখিত আশ্বাসের দাবি জানান ছাত্রীরা। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান সমস্যা সমাধানের লিখিত আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেন তারা।

যোগাযোগ করা হলে প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা শিগগির আবাসন সঙ্কট সমাধানের চেষ্টা করবো। ’

তবে তিনি এও বলেন, ‘হল অ্যালটমেন্টের সময় আমি প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলাম না। তবে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সব হলেই আবাসন সমস্যা রয়েছে। আমরা আশা করছি দ্রুত সমাধান হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।