ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র অবকাঠামো উন্নয়নে ৯৮৮ কোটি টাকার প্রকল্প

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
শাবিপ্রবি’র অবকাঠামো উন্নয়নে ৯৮৮ কোটি টাকার প্রকল্প শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফাইল ফটো)

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা।

প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (০৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিপ্রবি উপাচার্য জানান, এ প্রকল্পের আওতায় ১০তলা বিশিষ্ট একটি ছাত্রহল, ১০তলা বিশিষ্ট একটি ছাত্রী হল, গ্রাজুয়েট ও বিদেশি শিক্ষার্থীদের জন্য সাততলা বিশিষ্ট একটি হোস্টেল নির্মাণ, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ১১তলা বিশিষ্ট দু’টি ভবন নির্মাণ, জুনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দু’টি আবাসিক ভবন নির্মাণ, কর্মচারীদের জন্য ১০তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হবে।

এছাড়া শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আর্কিটেকচার, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই), ওশেনোগ্রাফি ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের জন্য ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবন-১ নির্মাণ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের জন্য ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন-২ নির্মাণ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস),  বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি), ফার্মেসি ও মাইক্রোবায়োলজি বিভাগের জন্য একাডেমিক ভবন-৩ নির্মাণ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, বাংলা ও ইংরেজি ও আধুনিক ভাষা ইনস্টিউটের জন্য ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন-৪ নির্মাণ করা হবে।

এছাড়া এ প্রকল্পের মাধ্যমে ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ, কেন্দ্রীয় ওয়ার্কশপ নির্মাণ, শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের জন্য ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ, ১০ তলা বিশিষ্ট বিশ্ববিদ্যালয় ক্লাব নির্মাণ, ছাত্রদের আবাসিক এলাকায় ৪ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ, কেন্দ্রীয় বর্ধিতকরণে নির্মাণ কাজ, প্রধান সড়কের উভয় পাশে ১৫ মিটার স্পানের দু’টি ব্রিজ নির্মাণ ও ৩৩/১১ এমভিএ সাব-স্টেশন বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হবে।

শাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে একনেকে এ প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।