ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে কমলো শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
সিলেট বোর্ডে কমলো শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে শতভাগ পাস করেছে সাতটি প্রতিষ্ঠান। আগের বছর এই সংখ্যা ছিল ১০টি। অবশ্য এ বছর কেউই পাস করেনি- এমন প্রতিষ্ঠান শূন্যের কোঠায়। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল দু’টি।

বুধবার (১৭ জুলাই) পরীক্ষার ফলপ্রকাশের পর সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।
 
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৮টি।

২০১৬ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৫টি এবং ২০১৫ সালে শতভাগ পাসের সাফল্য ছিল ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের।
 
সিলেট বোর্ডে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী। এবার ১ হাজার ৯৪ জন জিপিএ-৫ পেয়েছে।
 
সিলেট শিক্ষা বোর্ডে এবার ৭৬ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করে ৫১ হাজার ১২৪ জন। এই শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে ২৮ হাজার ৬৩৪ জন।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।