ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে মাদকসহ তিন বহিরাগত আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
রাবিতে মাদকসহ তিন বহিরাগত আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদকসহ তিন বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) দুপুরে তাদের বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল চত্বর থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- পবা উপজেলার হরিয়ান দহপাড়ার জাহাঙ্গীর সরকারের ছেলে এজাজ আহমেদ, হরিয়ান পূর্বপাড়ার শাজাহানের ছেলে শাহিনুর ও নগরীর নতুন বোধপাড়ার মোয়াজ্জেমের ছেলে মাহফুজ আহমেদ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল চত্বর থেকে গাঁজাসহ ওই তিন বহিরাগত যুবককে আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে দুপুরেই তাদের আদালতে পাঠানো হয়।

যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।