ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ঢাবিতে অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ভবনে তালা ঝুলছে। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকেই সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কার্যত অচল হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। বারবার আশ্বাস নয় এবার দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানালেও তাতে কর্ণপাত করেনি শিক্ষার্থীরা।

এদিকে নির্ধারিত পরীক্ষা থাকলেও ভবনে তালা লাগানো থাকায় বিশ্ববিদ্যালয় কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

আন্দোলনকারীরা বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়েছে। বেলা ১১টার পর স্মৃতি চিরন্তন চত্বরে সমাবেশ করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চীন সফর শেষে মঙ্গলবার দেশে আসার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে জানিয়েছেন উপাচার্য আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা জুলাই ২৩, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।