ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুণীজন সংবর্ধনা পেলেন বশেফমুবিপ্রবি উপাচার্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
গুণীজন সংবর্ধনা পেলেন বশেফমুবিপ্রবি উপাচার্য সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রোস্তম আলী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।  

শুক্রবার (২৬ জুলাই) রাতে ঢাকা ক্লাবে ‘ভালবাসায় মতিহার রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস ইউনিটি’র প্রথম প্রতিষ্ঠা উৎসবে এই চার গুণীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

গুণীজন সংবর্ধণা পাওয়া প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক।  

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।                                          ছবি: বাংলানিউজনিজ বিভাগের চেয়ারম্যান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে। দেশি-বিদেশি খ্যাতনামা বিভিন্ন জার্নালে অনেক গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে এই গবেষকের।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভালবাসার মতিহারে’র সভাপতি জিএম শামসুল হুদা। আর সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম-সম্পাদক রওশন আক্তার রোজী।

অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও সংবর্ধিত গুণীজনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।  

এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সঙ্গে রাবির প্রাক্তনদের সংগঠন ‘ভালবাসার মতিহার’ অতীতের মতো ভবিষ্যতেও সাবেক শিক্ষার্থীসহ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।