ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনইইউবি জার্নালের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
এনইইউবি জার্নালের মোড়ক উন্মোচন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনইইউবির উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীসহ অন্যরা।

সিলেট: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের গবেষণা প্রবন্ধ এনইইউবি জার্নাল, ভলিউম-৩, জুন ২০১৮ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ জার্নালের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্বিবিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের গবেষণালব্ধ জ্ঞানের প্রতিফলন এই জার্নালের প্রবন্ধসমূহে প্রকাশিত হয়েছে যা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সফলভাবে জার্নালটি প্রকাশ করায় এনইইউবি জার্নাল কমিটির সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান ও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকমণ্ডলী এবং কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।