ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চীনের ইয়্যুথ ক্যাম্পে ইবির ৫ সদস্যের প্রতিনিধি দল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
চীনের ইয়্যুথ ক্যাম্পে ইবির ৫ সদস্যের প্রতিনিধি দল

ইবি: চায়না-বাংলাদেশ ইয়্যুথ ক্যাম্প-২০১৯ এ যোগ দিতে চীন যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। 

আগামী রোববার (২৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাদের দেশত্যাগ করার কথা রয়েছে।  

মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ক্যাম্পে যোগদানের জন্য মনোনীতরা হলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আখতার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আদনান শাকুর, জান্নাতুল তাজরী, আইসিটি বিভাগের নাবিলা আফরিদা রহমান রাকা ও রেজওয়ানা করিম।  

মঙ্গলবার দুপুরে উপাচার্যের  কার্যালয়ে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড.  হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এ দলের সদস্যরা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড.  মেহের আলী এবং অধ্যাপক ড. মাহবুবর রহমান।

জানা যায়, চীনের বসন্ত নগরী খ্যাত কুনমিং শহরে আগামী ২৬ আগস্ট হতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ইউবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।