ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৬৯ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত ঢাবি সিন্ডিকেটে বহাল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
৬৯ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত ঢাবি সিন্ডিকেটে বহাল ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: ভর্তি জালিয়াতিতে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থীকে শৃঙ্খলা পরিষদের দেওয়া বহিষ্কারাদেশ বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, ৬৯ জনের বিরুদ্ধে যে শৃঙ্খলা পরিষদের বহিষ্কারাদেশ তা সিন্ডিকেট বহাল রেখেছে। তবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাতদিন সময় দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসকেবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।