ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হামলার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
হামলার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালালে আহত হন কয়েকজন

ঢাকা বিশ্ববিদ্যালয়: লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসু নেতা হওয়ার ঘটনা, রোকেয়া হলের নিয়োগ বাণিজ্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বিক্ষোভ শেষে এ ঘোষণা দেন। মিছিলটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।



দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে চলমান এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোটের নেতারা অংশ নেন।

***ঢাবিতে ডিন কার্যালয় ঘেরাওয়ে ছাত্রলীগের বাধা, হাতাহাতি
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।