ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হত্যাকারীদের শাস্তি চান বুয়েট শিক্ষক সমিতির সভাপতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
হত্যাকারীদের শাস্তি চান বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাসুদ। ছবি: শাকিল আহমেদ

বুয়েট থেকে: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাসুদ।

মঙ্গলবার (৮ অক্টেবর) শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাতে এসে বাংলানিউজের কাছে তিনি এ কথা বলেন।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এ অধ্যাপক বলেন, যথাযথ ব্যাবস্থাপনা ও পরিচর্যার অভাবে এ ধরনের ঘটনাগুলো ঘটছে।

এটা খুবই দুঃখজনক।  

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন ও হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।

এর আগে, আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টায় বুয়েট ক্যাফেটেরিয়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।  

তারা আবরার হত্যার বিচার চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বুয়েট উপাচার্যকে ক্যাম্পাসে আসার দাবি জানান এবং ১১ অক্টোবরের মধ্যে তাদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসকেবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।