ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৬ ঘণ্টা পর শিক্ষার্থীদের সামনে আসছেন বুয়েট উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
৩৬ ঘণ্টা পর শিক্ষার্থীদের সামনে আসছেন বুয়েট উপাচার্য উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম

বুয়েট থেকে: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় অবিরাম আন্দোলন চলছে শিক্ষার্থীদের। সোমবার (৭ অক্টোবর) হত্যাকাণ্ড হলেও ঘটনাস্থল শেরেবাংলা হলে আসেননি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বারবার উপাচার্যের সঙ্গে সাক্ষাতের কথা বললেও তা আমলে নেননি হল প্রাধ্যক্ষ। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৫টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসার আলটিমেটাম দেন।

বুয়েট বোর্ডের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান বাংলানিউজকে বলেন, ভিসি স্যার ডিনদের সঙ্গে মিটিং করছেন।

এরপরে তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

তবে উপচার্যের এমন নীরবতাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সমালোচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নীলদলের শিক্ষক বাহাউদ্দীন বলেন, বুয়েটের অমানবিক ভিসি ও শেরেবাংলা হলের দায়িত্বজ্ঞানহীন প্রভোস্টের শাস্তি চাই।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।