ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তৃতীয় দিনেও চলছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
তৃতীয় দিনেও চলছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনেও চলছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে খুনিদের ফাঁসিসহ ১০ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে আসেন।

শহীদ মিনার চত্বর সংলগ্ন সড়কে অবস্থান গ্রহণ করে তারা এ সময় খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগানগুলো- খুনিদের ঠিকানা এই বুয়েটে হবে না, শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই... খুনিদের ফাঁসি চাই। তৃতীয় দিনেও চলছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন।  ছবি: বাংলানিউজএর আগে সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী শুক্রবার (১১ অক্টোবর) দুপুর দুইটার মধ্যে দাবি-দাওয়া মেনে না নিলে প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। সেসঙ্গে সব ভবনে শিক্ষার্থীদের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে থেকে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।