ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়ার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
বশেমুরবিপ্রবির প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়ার পদত্যাগ

গোপালগঞ্জ: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরউদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।  

বিষয়টি নিশ্চিত করে নুরউদ্দীন আহমেদ বাংলানিউজকে বলেন, তিনি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আমি সেটি ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে জমা দিয়েছি।

পদত্যাগ প্রসঙ্গে মোহাম্মদ আশিকুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তাই এ মুহূর্তে আমার পক্ষে অতিরিক্ত কোনো চাপ নেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।

এদিকে আশিকুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান।  

তিনি বলেন, আশিকুজ্জামান পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। ২২ সেপ্টেম্বর থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুজ্জামান।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের মুখে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সুপারিশের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।