ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাহাদ হত্যা: পঞ্চম দিনেও প্রতিবাদে উত্তাল বুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদ হত্যা: পঞ্চম দিনেও প্রতিবাদে উত্তাল বুয়েট বুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে পঞ্চম দিনের মতো মিছিল, স্লোগান আর প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। 

শুক্রবার (১১ অক্টোবর) সকাল পৌনে ১২ টার দিক থেকে ফাহাদ হত্যার প্রতিবাদ কর্মসূচি শুরু হয় বুয়েট সংলগ্ন শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ের মধ্য দিয়ে। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন।

ফাহাদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

শিক্ষার্থীদের শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে অবস্থান কর্মসূচি, ফাহাদ হত্যায় খুনিদের বিচার দাবিতে গ্রাফিতি অঙ্কন, পথনাটকের প্রদর্শন, জুমার নামাজের পর বুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রতীকী কর্মসূচি, অডিটোরিয়াম কমপ্লেক্সে উপাচার্যের সঙ্গে আলোচনা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।