ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির আবাসিক হলেও তল্লাশি চালানো হবে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ইবির আবাসিক হলেও তল্লাশি চালানো হবে

ইবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় ক্যাম্পাসের আবাসিক হলে তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। 

রোববার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

জানা যায়, ১২ অক্টোবর উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী নিজ সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল প্রভোস্টদের নিয়ে এক জরুরি সভা ডাকেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

পরে আবাসিক হল সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- হলে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা, নির্দিষ্ট নীতিমালার আলোকে হলে সিট প্রদান, মাস্টার্স পরীক্ষার ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ, আগামী ১৯ তারিখের মধ্যে প্রশাসনের কাছে আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রদান, প্রধানমন্ত্রীর নির্দেশে যেকোনো সময় হল তল্লাশির ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আবাসিক হল সার্বক্ষণিক তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে ছাত্র উপদেষ্টা এবং হল প্রভোস্টদের নিয়ে মনিটরিং সেল গঠন, রাত বারোটায় ছাত্র এবং মাগরিবের আজানের পর ছাত্রী হলের গেট বন্ধের ব্যবস্থা, মনিটরিং সেলের মাধ্যমে এক শিক্ষার্থী  কর্তৃক অন্য শিক্ষার্থী নিগৃহীতের বিষয়টি তদারকির সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।