ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
খুলনায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সমাবেশ খুলনায় শিক্ষকদের সমাবেশ

খুলনা: বেতনের গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বুধবার (২৩ অক্টোবর) নগরীর শহীদ হাদিস পার্কে বাংলাদেশ সহকারী শিক্ষক মহাজোট এ সমাবেশের আয়োজন করে। এতে বিভাগের সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

সমাবেশে শিক্ষকরা বলেন, নতুন বেতন কাঠামো অনুসারে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মধ্যে তিন ধাপ গ্রেড বৈষম্য রয়েছে। বর্তমানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক ১১তম ও সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে বেতন পান। এ কারণে তাদের তাদের মূল বেতনের পার্থক্য প্রায় ১৩ হাজার টাকা। এতে শিক্ষকের মধ্যে হতাশা বিরাজ করছে। বর্তমান শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা এলেও এসব শিক্ষকদের মনে কষ্ট থেকে যাচ্ছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মুনির হোসেনর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা সভাপতি সৈয়দ আনিসুজ্জামান, সহ-সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, নগর সাধারণ সম্পাদক কাজী তরিকুল হাসান, শিক্ষক নেতা মো. আলিমুজ্জামান, অধির কুমার কুন্ডু, মো. মোস্তফা জামাল, আসাদুজ্জামান মিঠু, এস এম গোলাম রহমান, পল্লব কুমার, রাশেদুল ইসলাম, মো. আলমগীর, মুক্তা খানম, তহমিনা সুলতানা, মো. তারেকুজ্জামান, ধীমান মন্ডল, মাজাহারুল ইসলাম প্রমুখ।

প্রাথমিক সহকারী শিক্ষক নেতারা ২০১৪ সালের ৯ মার্চ থেকে গ্রেড পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৩,  ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।