ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি গ ইউনিটের পরীক্ষা: প্রথমবার অনুপস্থিতরা অংশগ্রহণ করতে পারবে না

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউটের প্রথম পরীক্ষায় যে সকল শিক্ষার্থী  অনুপস্থিত ছিল তারা পুন:ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।   প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইটে (http://gaunit.univdhaka.edu/misc/ga_absentList.pdf) প্রকাশ করা হয়েছে।



তালিকাভুক্ত কারো কোন বক্তব্য থাকলে তা লিখিতভাবে ‘গ’ ইউনিট পুন:ভর্তি পরীক্ষার সমন্বয়কের দপ্তরে (প্রো-উপাচার্য  কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়) আগামী ১৯ ডিসেম্বর এর মধ্যে প্রদান করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটভুক্ত (বিজনেস স্টাডিজ অনুষদ) বিভাগসমূহে ১ম বর্ষ (সম্মান) ২০১১-২০১২ শিক্ষাবর্ষের নতুন ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর বিকেল ৩টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়, গ ইউনিটের পূর্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল, কেবল তারাই নতুন করে আয়োজিত এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।