ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু ৬ ডিসেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
রাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু ৬ ডিসেম্বর

রাবি: ‘বিজয়ের রঙে শাণিত হোক যুক্তির মহাকাল’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ৫ম জাতীয় বিতর্ক উৎসব শুরু হতে যাচ্ছে শুক্রবার (৬ ডিসেম্বর)। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী এ বিতর্ক উৎসবে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন বিতাকির্ক অংশ নিচ্ছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক এজাজ আহমেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এজাজ আহমেদ জানান, শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল সিরাজী ভবনে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া।

অনুষ্ঠানের শেষ দিন শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে বিতর্ক উৎসবের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, বিশেষ অতিথি হিসেবে রাবি উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, সংগঠনটির সহ-সভাপতি আলী ইউনুস হৃদয় ও সাবেক সভাপতি সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।