বিএম কলেজ সংস্কৃতি পরিষদের উদ্যোগে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে কলেজের জীবনানন্দ মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার। সাংস্কৃতিক সংগঠনটি তাদের গৌরবময় এক যুগ পূর্তি উপলক্ষে এ আয়োজন করে।
বিএম কলেজ সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নুপুর আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, বাংলা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নুসরাত জাহান এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।
অনুষ্ঠানে নতুন ধানের চাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
পরে নজরুল, রবীন্দ্র, আধুনিক, লোকজ সংগীত, লোক নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন বিএম কলেজ সংস্কৃতি পরিষদের শিল্পিরা।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমএস/এফএম