ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘খেলাধুলায় প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
‘খেলাধুলায় প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ’ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ক্যারম টুর্নামেন্ট ২০১৯-২০।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।  

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পারস্পারিক সৌহার্দ্য বজায় রেখে খেলাধুলায় অংশ নেবে, কেননা আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে বিভাগগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং হৃদ্যতা সৃষ্টি করা।

খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। তবে সে প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ। তোমাদের প্রতি আমার আহ্বান জয়-পরাজয় মেনে নিয়ে তোমরা একে অপরের পাশে থাকবে।  

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থীরাসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।  

টুর্নামেন্টে ২৪টি বিভাগের শিক্ষার্থীরা (ছাত্র ও ছাত্রী) অংশ নেবে।  

উদ্বোধনী পর্বে আইন ও গণিত (ছাত্র ইভেন্ট) বিভাগের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এতে গণিত বিভাগ জয় লাভ করে।  

ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।  

এদিকে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে উপাচার্য বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবন ১ এর নিচতলায় আরণ্যক আয়োজিত ‘ফড়িং উৎসব-২০১৯’ এর চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ঘুরে দেখেন।  

এছাড়া, বিকেল সাড়ে ৪টায় জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।