ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
বশেমুরবিপ্রবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন প্রদানসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত প্রায় ২০০ কর্মচারী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় তারা চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচি চলাকালে কর্মচারী শেখ নাহিদ, আব্দুল কাদের ও গোলাম রসুল বলেন, চাকরি স্থায়ীকরণ না হওয়ায় বিগত চার মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কর্মচারীরা। এতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এজন্য দ্রুত চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।