ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ১৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ১৭ ডিসেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)।

রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই দিন এসএমএসের মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে  nu<space>atdg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে  Send করে এবং রাত ৯ টা থেকে ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ ফল পাওয়া যাবে।

দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী (২০১৭-২০১৮) ও (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৯ ডিসেম্বর মধ্যে আগের শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।