ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের হামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: কর্মসূচি পালন করতে এসে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা এ হামলা চালায়। এতে নেতৃত্ব দেন মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেন।

ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অপরদিকে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।