রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়টিকে সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, দায়িত্বগ্রহণের পর এ পর্যন্ত সর্বমোট ১১টি নতুন পরিবহন যুক্ত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও দু’টি নতুন বাস যুক্ত হবে।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসএ/