ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, মৌখিক পরীক্ষায় ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।  

প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নন্বর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে।  

এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।  

শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত কাজ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সহকারী শিক্ষক নিয়োগে ১৮ হাজার পদের বিপরীতে প্রায় ২৪ লাখ প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের গত নভেম্বরে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯ 
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।