ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কুবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ জানুয়ারি (বুধবার)। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ক্লাস শুরুর বিষয়টি বাংলানিউজকে জানান।  

এর আগে ৮ ও ৯ নভেম্বর প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় সবগুলো বিভাগের ভর্তি কার্যক্রম শেষের দিকে।

১ জানুয়ারি ক্লাস উপলক্ষে এবার কেন্দ্রীয়ভাবে নবীনবরণ হচ্ছে না, তবে কিছু বিভাগে নবীনদের বরণে আয়োজন করবে বলে জানা গেছে।

এ বছর কুবির ১৯টি বিভাগে এক হাজার ১০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।