ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৬.৯৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
জেএসসিতে বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৬.৯৯ শতাংশ .

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দেশের বাইরে কেন্দ্রগুলোতে পাসের হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।  

তিনি জানান, দেশের বাইরে মোট শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রের সংখ্যা ছিল নয়টি।

নয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৩২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১৯ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দেশব্যাপী ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী শিক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে, একই সময় অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আরও পড়ুন>> জেএসসি-পিইসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।