সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালডে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ৫টি অনুষদে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।
এ বছর ৩০০ সিটের জন্য মোট ২৩১৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন ভর্তি কমিটির আহবায়ক ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার।
তিনি বাংলানিউজকে জানান, মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
ভর্তির সময় নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পাসের মূল গ্রেডসিট, প্রশংসাপত্র এবং সনদপত্রের মূল কপি জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের www.sylhetagrivarsity.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
সিকৃবি অফিসের দেয়া তথ্যে আরো জানা গেছে, সদ্য চালু হওয়া কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদসহ এ বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি অনুষদ রয়েছে। বাকি অনুষদগুলো হলো- ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্য-বিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১