ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে দুদিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়। উৎসবের প্রথম দিনে নতুন-পুরাতনদের মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শহর প্রদক্ষিণ করে।
          
এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র সিরাজগঞ্জ-২ আসনের সংসদ  সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না ও  উৎসবের প্রধান আয়োজক বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বিদ্যালয়ের  সাবেক ছাত্র হারুন অর রশিদ।

বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের হাজার হাজার ছাত্ররা নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। সন্ধ্যায় শহরের রাসেল পার্কে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক খন্দকার নুরুন্নাহার জানান, বৃটিশ শাসনামলে ১৮৬৯ সালে জমিদার বনওয়ারী লাল সিরাজগঞ্জ শহরের বুকে ধানবান্ধি এলাকায় নিজ নামে বিএল (বনোয়ারী লাল) হাইস্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ১শ বছরের মাথায় ১৯৬৯ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। সরকারিকরণের পর থেকে বিদ্যালয়টির ফলাফল আরও ভাল হতে থাকে। শিক্ষার মান আরও বৃদ্ধি পেয়ে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে রূপ নেয়। বিগত ১৫ বছর ধরে শতভাগ পাশ ও ৮০ ভাগ ছাত্র জিপিএ-৫ পেয়ে আসছে।

তিনি আরও বলেন, ১৫০ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিন শনিবার (৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.ফরাস উদ্দিন আহমেদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।    
                    
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।