ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কয়রায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
কয়রায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষা উপকরণ বিতরণ। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয় চত্বরে ওই উপকরণ বিতরণ করেন সংগঠনের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান।

বিতরণ করা শিক্ষাসামগ্রীর মধ্যে- ফাইল, কাঠ পেন্সিল, কলম, ছোট ব্যাগ, ইরেজার, কাটার ও স্কেল।

শিক্ষা উপকরণ বিতরণকালে সংগঠনের সভাপতি মো. আবু সাঈদ খান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল সবারই কাম্য। তোমরা ভালো ফলাফল অর্জন করবে। তোমাদের পড়াশুনা করে ভালো মানুষ হয়ে দেশের মঙ্গল বয়ে আনতে হবে। তোমাদের মধ্যে মানবিকতাকে জাগ্রত করতে হবে। সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে। ভালো মানুষ হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সালাম খান, হরিদাশ মণ্ডল, দিদারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মো. আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য জেনারুল ইসলাম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিএম মামুন কবির, সঞ্জয় কুমার মণ্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, আসাদুল ইসলাম, তাজমুল হোসেন, রিয়াজ হোসেন, শাহিনুর, হাসিবুল ইসলাম বাপ্পি, মিরাজুল, আহকামুল খোকন, মনিরুল, প্রশান্ত, আফজাল, মোজাহিদুল, শামীম, মান্নান খান, মো. আবু রায়হান খান, হাসান, শরিফুল, তানিয়া পারভীন, শারমিন সুলতানা, সাকাত খান, সোহেলসহ স্থানীয় ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।