শুক্রবার (২৪ জানুয়ারি) রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে বিকেল পর্যন্ত আঞ্চলিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। মানবিক বিভাগের উদ্যোগে ‘রাজশাহীর উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও বিশিষ্টি অর্থনীতিবিদ অধ্যাপক ড.আবুল বারকাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন- রুয়েটের মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. রবিউল ইসলাম। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন- অধ্যাপক ড.আবুল বারকাত। তিনি ‘বঙ্গবন্ধু-দর্শন’: তত্ত্ব, প্রয়োগ ও উচ্ছ্বসিত সম্ভাবনা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও উদ্বোধনী অধিবেশনের পর দ্বিতীয় পর্যায়ে একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সেমিনারে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসএস/ওএইচ/