রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ই-এর সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা পহিল, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিজ এর সঙ্গে জড়িত থাকলে নিজেদের অন্যদের চেয়ে এগিয়ে রাখা যায়। তাই পড়াশোনার পাশাপাশি নোঙরের সঙ্গে থেকে কাজ করার আহবান জানান বক্তরা।
এদিকে বিকেলে সংগঠনের সদস্যদের পারফরমেন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান পাবেল।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আরআইএস/