বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এ সেন্টার নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে সেখানে মহান আল্লাহ পাকের রহমত কামনা করে দোয়া করা হয়।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী সেরাজুম মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মওলানা আব্দুল কুদ্দুস।
এক হাজার বর্গমিটার আয়তনের চারতলা বিশিষ্ট এই মেডিক্যাল সেন্টারটি প্রথম পর্যায়ে চারতলা ভিত্তির ওপর দোতল ভবন নির্মাণ করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে সোয়া ছয় কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমআরএম/এএটি