রোববার (৯ ফেব্রুয়ারি) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তঞ্চে ‘গোলাপজল’ নাটকের মাধ্যমে ‘ঐতিহ্যের চার দশক পূতি উৎসব-২০২০’ শুরু হয়।
এর আগে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন থিয়েটার আর্ট ইউনিটের দলপ্রধান রোকেয়া রফিক বেবি।
১০ দিনের এ নাট্যোৎসব চলবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে।
আয়োজনের ২য় দিন সোমবার (১০ ফেব্রুয়ারি) বাতিঘরের প্রযোজনায় নাটক ‘রেডিক্লিফ লাইন’, ৩য় দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘চিলেকোঠার সেপাই’, ৪র্থ দিন বুধবার (১২ ফেব্রুয়ারি) মণিপুরী থিয়েটারের প্রযোজনায় নাটক ‘হ্যাপী ডেজ’, ৫ম দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযোজনায় নাটক ‘দ্য এক্সিডেন্টাল ডেথ অফ অ্যান এনার্কিস্ট’, ৮ম দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রাচ্যনাটের প্রযোজনায় নাটক ‘খোয়াবনামা’ ও ৯ম দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘মলুয়া সুন্দরী’।
এছাড়া উৎসবের ৬ষ্ঠ দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের পূনর্মিলনী ও ৭ম দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের গানের প্রযোজনা ‘মধ্যরাতের কবিতা ও গান’ পরিবেশিত হবে। উৎসবের শেষদিন মঙ্গলবার অনুষ্ঠিত হবে মালেক বয়াতীর পরিবেশনায় পালাগান।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এবি