রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের সামনের সড়ক অবরোধ করেন।
এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের ২০১৫-১৬ পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না।
আলমাস হোসেন নামে এক ছাত্র বলেন, চতুর্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রুয়ারি আবার তৃতীয় বর্ষের ইমপ্রুভ পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আবার চতুর্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে আমাদের পরীক্ষা দেওয়া অসম্ভব।
এ বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও ঢাকাতে জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএস/আরআইএস/